৬ আগস্ট, ২০২৪ ১২:৫৪

সচিবালয়ে স্বৈরাচারী সরকারের কোনো দালালদের কথা মানবো না: বঞ্চিত কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

সচিবালয়ে স্বৈরাচারী সরকারের কোনো দালালদের কথা মানবো না: বঞ্চিত কর্মকর্তারা

সংগৃহীত ছবি

সচিবালয়ে স্বৈরাচারী সরকারের কোনো দালালদের কথা আর মানা হবে না বলে জানিয়েছেন এতো দিন ধরে বঞ্চিত কর্মকর্তারা।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে সকল মন্ত্রণালয়ের বঞ্চিত কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক সচিবরা একত্রিত হয়ে এ দাবি জানান। এসময় অনেকে লাইব্রেরিতে রাখা বঙ্গবন্ধুর ছবি খুলে ফেলার চেষ্টা করলে কয়েকজন বাধা দেওয়ায় থেমে যান।

তারা বলেন, আমরা গত ১৫-১৬ বছর থেকে বিভিন্ন পদে বঞ্চিত হয়ে আছি কারো চাকরি নাই কারো পেনশন আটকে দিয়েছে। দেশের উন্নয়ন করতে গেলে আমাদের সকল সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা থেকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা এমন কিছু করবো না যাতে বাংলাদেশ বিপন্ন হয় দেশের ক্ষতি হয় সেগুলো থেকে সাবধান থাকতে হবে।

হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দেশে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি ষড়যন্ত্র চলছে। আপনাদের সবাইকে কাজ করতে হবে। স্বৈরাচারী সরকারের কোনো দালালদের কথা আমরা মানবো না। যারা দালাল আছেন তারা মানে মানে চলে যান। নইলে পরিণাম ভালো হবে না।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর