৯ আগস্ট, ২০২৪ ০৩:২১

গভীর রাতে পুরান ঢাকায় ডাকাতি, এলাকাবাসীর হাতে আটক ১

মসজিদে মসজিদে মাইকিং, আতঙ্কে এলাকাবাসী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

গভীর রাতে পুরান ঢাকায় ডাকাতি, এলাকাবাসীর হাতে আটক ১

আটককৃত ডাকাত

রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন জায়গায় গভীর রাতে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতির সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এক ডাকাত। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় এ ঘটনা ঘটে। 

পুরান ঢাকার লক্ষীবাজার, তাঁতিবাজার, শাখারী বাজার, ধোলাইখাল, রায়সাহেব বাজার, টিপু সুলতান রোড, কলতাবাজারসহ বিভিন্ন এলাকায় ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকা জুড়ে ডাকাত ঢোকার খবরে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। 

স্থানীয় এলাকাবাসী জানান, গভীর রাতে তাঁতিবাজার, শাখারী বাজারে একদল ডাকাত ঢোকে প্রথমে। এ সময় স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তারা ডাকাতদের ধাওয়া দিলে একজনকে শাঁখারি বাজার থেকে আটক করে স্থানীয় এলাকাবাসী। তবে বাকিরা পালিয়ে যায় আশপাশের এলাকায়। 

এলাকায় ডাকাত ঢোকার খবর ছড়িয়ে পড়লে পুরো পুরান ঢাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ডাকাত দলকে ধরতে কিছু কিছু এলাকার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে ঘর থেকে বের হন। এ-সময় সবগুলো মসজিদের মাইকে জরুরি বার্তা পৌঁছে দেওয়া হয়। এদিকে আটককৃত ডাকাতকে মারধর করে বেঁধে রেখে সেনাবাহিনীকে খবর দেয় এলাকাবাসী। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর