রাজধানীর সবুজবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো আলমগীর (২৬) নামে এক পাঠাও চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
এই ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন বাদী হয়ে মো. আলী, মো. অলিউল্লাহ, সাবিনা ও আকবর নামে চারজনের নাম উল্লেখ করে সবুজবাগ থানা একটি হত্যা মামলা দায়ের করেন।নিহতের স্ত্রীর জেসমিন বলেন, আমার স্বামী একজন পাঠাও চালক। ৯ মাসের একটি কন্যা সন্তান নিয়ে সবুজবাগ থানার দক্ষিণ রাজারবাগ এলাকায় থাকি। বুধবার সন্ধ্যার দিকে তার বন্ধু আলী তাকে মারপিট করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরে আলীর বড় ভাই অলির কাছে বিচার দেয় আমার স্বামী। এরপর আলীর বড় ভাই অলি গতকাল সন্ধ্যার পরে তাকে গুদারহাট এলাকায় টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে সেখানে আলী অলিসহ আরো বেশ কয়েকজন আমার স্বামীকে মারপিট করে এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস বলেন, নিহত আলমগীর পাঠাও চালক ছিল। এই ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন চারজনের নাম উল্লেখ করে সবুজবাগ থানা একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত আসামিই ধরা পড়েনি বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন