রাজধানীর কারওয়ান বাজারে ১৪তলা একটি ভবনে ওঠে আত্মহত্যার চেষ্টা চালান এক যুবক। কিন্তু নিশ্চিত মৃত্যুর ভয়ে আর লাফ দিতে পারেননি তিনি। পরে প্রাণ রক্ষায় রড ধরে ঝুলে ছিলেন তিনি।
এমন দৃশ্য দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে পরে তারা গিয়ে যুবকটিকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কারওয়ান বাজারের নর্দান টাওয়ারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে খবর আসে একজন যুবক কারওয়ান বাজারে ১৪তলা ভবনে ঝুলে আছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে ছুটে যান। এরপর প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যুবকটিকে উদ্ধার করা হয়।ওই যুবক ভবনটির ১৪তলার রড ধরে ঝুলে ছিলেন। সেখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু হতে পারতো। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকটি কী কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ