১ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২৮

বন্যার্তদের সহায়তায় চারুকলার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বন্যার্তদের সহায়তায় চারুকলার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা

চারুকলা বরিশালের শিল্পীদের আঁকা ছবি বিক্রয় করে পাওয়া অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। রবিবার বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে চেক তুলে দেওয়া হয়। 

চারুকলা বরিশালের সংগঠক সুশান্ত ঘোষ বলেন, তাদের শিশু থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা ৫০টি ছবি বিক্রি করে অর্থ ত্রাণ তহবিলে দেওয়ার লক্ষ্য নেয়া হয়। এর মধ্যে ৩০টির মতো ছবি বিক্রি করে পাওয়া অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। 
তিনি বলেন, এটা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। 

চারুকলার শিল্পীদের কাছ থেকে চেক গ্রহণ করে জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, দেশের বন্যার্তদের জন্য চারুকলার এই উদ্যোগ প্রশংসনীয়। যারা বিভিন্ন ভাবে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক। 
চারুকলা বরিশালের সাবেক সম্পাদক ও চারুশিল্পী অসীম বণিক বলেন, দেশের এই সংকটে চারুশিল্পীদেরও কিছু করণীয় রয়েছে-এই মানসিকতায় চারুকলা বরিশাল এই উদ্যোগ নিয়েছে। আমরা প্রাথমিকভাবে ৩২ হাজার টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করেছি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর