রংপুরে ‘বৈষম্য, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু’র সভাপতিত্বে এ বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন প্রমুখ। মতবিনিময় সভায় রংপুর বিভাগের ৮ জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা তার শাসনামলে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়ি ছাড়া করেছিল। অনেক নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের জুলুমের বিরুদ্ধে রাস্তায় নামলে হামলা-মামলার শিকার হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে রাজনৈতিক দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছে। আগামীতে জনসমর্থন নিয়ে যুবদল মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাবে।
বিডি প্রতিদিন/হিমেল