২ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৪৯

ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় চ্যালেঞ্জিং কাজ : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় চ্যালেঞ্জিং কাজ : ডিএমপি কমিশনার

আজ সোমবার ডিএমপির হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপির ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরনের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।’

আজ সোমবার ডিএমপির হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিনের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার, যা নিতান্তই কম। তারপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।

প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রত্যেকের প্রশ্ন শোনেন এবং জবাব দেন।

সূত্র : ডিএমপি নিউজ

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর