৪ সেপ্টেম্বর, ২০২৪ ০২:২৫

এবার ২৬ জেলায় নতুন পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

এবার ২৬ জেলায় নতুন পুলিশ সুপার

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল চলছে। পুলিশের বিভিন্ন ইউনিটে পরিবর্তন আনতে চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৬ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে ২৬ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব মো. মাহাবুর রহমান শেখ এর সই করা প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা আরও হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ২৭ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছিল।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর