১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৩

আওয়ামী লীগ নেতা তুষার কান্তির ৭ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আওয়ামী লীগ নেতা তুষার কান্তির ৭ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যা মামলার আসামি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তুষার কান্তি মণ্ডলকে আদালতে তুলে কোতয়ালী থানা পুলিশ। 

নগরীর জুম্মপাড়ার বাসিন্দা শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য় এর আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই নূরন নবী। পরে আদালতের বিচারক তুষার কান্তি মণ্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক পৃথিশ চন্দ্র সরকার। 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ১৮ জুলাই নগরীর তাজহাট ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে অটোরিকশা চালক মানিক মিয়া, ১৯ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম এবং ৪ আগস্ট নগরীর ভাঙ্গা মসজিদের সামনে শিক্ষার্থী মাহমুদুল হাসান নিহতের ঘটনায় চারটি হত্যা মামলাসহ পাঁচটি মামলায় তুষার কান্তি মণ্ডলকে আসামি করে মামলা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর তাকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করে র‌্যাব।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর