শিরোনাম
২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩৩

তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত, বন্যা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত, বন্যা আতঙ্ক

রংপুরে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুই ছুঁই করছে। যে কোনো সময়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে তিস্তাপাড়ে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। তিস্তার ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখায় হু হু করে পানি প্রবেশ করছে। পানি বৃদ্ধির ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় তিস্তার ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ১০ সেন্টিমিটারে পানি প্রবাহিত হয়েছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। যে কোনো সময়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এই পয়েন্টে। 

অপরদিকে কাউনিয়া পয়েন্টেও হু হু করে পানি বাড়ছে। দুপুর ১২টায় ওই পয়েন্টে পানি প্রবাহ ছিল ২৯ দশমিক ১০ সেন্টিমিটার। ৩ ঘণ্টার ব্যবধানে ওই পয়েন্টে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার। 

তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গচড়া, কাউনিয়া ও পীরগাছায় বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছেন। স্থানীয়রা জানান, অসময়ে বন্যা হলে আমন ধান ও আগাম আলুসহ অন্যান্য ফসলের ক্ষতি হবে। ফলে কৃষকদের পথে বসতে হবে। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর