১ অক্টোবর, ২০২৪ ১৭:৪৪

জোরপূর্বক দখলে নেওয়া মাঠ ফেরত পেতে শেকৃবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জোরপূর্বক দখলে নেওয়া মাঠ ফেরত পেতে শেকৃবিতে মানববন্ধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ ফেরত পেতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী চত্ত্বর থেকে মানবন্ধনের উদ্দেশ্যে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সেকেন্ড গেট হয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেষ হয় এবং মাঠেই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকবৃন্দ জানান, মাঠ ফেরত পেতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠানো হয়েছে এবং তার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরে পাঠানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

মানববন্ধনে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠটি কিভাবে নিয়ে কেড়ে নেওয়া হয়েছে তা বর্ণনা দেন এবং দ্রুতই এই জমিটি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের নিকট ফিরিয়ে দেয়ার দাবি জানান। তিনি জানান, তৎকালীন সময়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠ আমাদের ক্যাম্পাসের নামেই ছিল। আশেপাশের অনেক জায়গাও ফাঁকা ছিল। ওখানে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল, কেন্দ্রীয় খামারের এক অংশসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম করা হতো। কিন্তু আশির দশকে এরশাদ ক্ষমতায় আসার পর জোর করে তা দখল করে নেয়। তৎকালীন শিক্ষক, শিক্ষার্থীরা প্রতিবাদ করলেও সরকার তা গ্রাহ্য করেনি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর