১ অক্টোবর, ২০২৪ ১৯:১৫

সাগর-রুনি হত্যা: বাদীপক্ষে মামলা পরিচালনায় ৯ আইনজীবী

অনলাইন ডেস্ক

সাগর-রুনি হত্যা: বাদীপক্ষে মামলা পরিচালনায় ৯ আইনজীবী

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীপক্ষে মামলা পরিচালনার জন্য ৯ জন আইনজীবীকে নিয়োগের অনুমতি দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন। নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন শিশির মনির, মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন।

বাদীপক্ষের আবেদনে বলা হয়, মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাতপরিচয়ের আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় হত্যা করে। মামলাটি দীর্ঘ ১২ বছর তদন্ত চলমান থাকলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদীপক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আব্যশ্যক।

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন।

এ মামলায় এ পর্যন্ত ১১১ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। সবশেষ ৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর