শিরোনাম
১ অক্টোবর, ২০২৪ ২০:৫৯

বরিশালে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সকল প্রশাসন ক্যাডার অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে বরিশালে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা। এতে ভোগান্তিতে পরে সাধারণ রোগী ও তাদের স্বজনরা।

বিক্ষোভকারী নার্সরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি চলছে। দাবি না মানলে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

তারা আরও জানান, নার্সিং সেক্টরে কোনো রকম নন-নার্সিং লোক চাই না। তাদের একটাই দাবি, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন। ২০১৬ সাল থেকে বৈষম্য করা হচ্ছে দাবি করে বলেন, নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন, যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর