৪ অক্টোবর, ২০২৪ ২২:২৬

সাভারে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ৩, অন্য মামলায় ৯

সাভার প্রতিনিধি

সাভারে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ৩, অন্য মামলায় ৯

সাভার ও আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুইজনকে গ্রেফতারের বিষয়েটি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। অন্যদিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে ওলামালীগ নেতা ফয়জুল ইসলাম ফয়েজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আল। 

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়া থানার কুন্ডলবাগ এলাকার হাজী কেরামতের ছেলে আতাউর রহমান (৫০) ও একই থানার গোরাট এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আল-আমিন (২৯) এবং সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মাওলানা ফয়জুল রহমান ফয়েজ (৩৫)। সে আমিন বাজার ইউনিয়নের ওলামালীগের সভাপতি বলে জানা যায়।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার দুই আসামি ছাড়াও বিভিন্ন মামলায় আরো নয়জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তারা হলেন আতিকুর রহমান (২১), হামিদুর রহমান (৩৫), শিমুল উদ্দিন (২৭), সজিব ইসলাম (২৭), শাহানুর রহমান (২০), সাকিবুল ইসলাম সাকিব (২৪), মোস্তাফিজুর রহমান (৫০), রাশিদুল ইসলাম রুবেল (১৯), মোঃ মঈনুদ্দিন (২৫)।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি ও বিভিন্ন মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর