৭ অক্টোবর, ২০২৪ ১২:৫১

ছাত্র আন্দোলনে নিহত বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

ছাত্র আন্দোলনে নিহত বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মো. আলমগীর হোসেন

রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।  

সোমবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার (৬ অক্টোবর) রাতে শাহআলী থানার প্রিয়াংকা হাউজিং এলাকা হতে শাহআলী থানার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন শাহআলী থানার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ভিকটিম মো. মুক্তাকিম বিল্লাহ হত্যার ঘটনায় গত ৫ অক্টোবর  মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই  বিকেলে মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. মুক্তাকিম বিল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়। 

গুরুতর আহত মুক্তাকিমকে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতাল ও পরবর্তীতে মিরপুর মাজার রোডের গ্লোভাল স্পেশালাইজড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর