ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে আকরাম খান রাব্বী নামে এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
রবিবার দিবাগত রাতে পল্লবীর ৭নং সেকশন থেকে তাকে গ্রেফতার করে পল্লবী থানার পুলিশ।অভ্যুত্থান চলাকালে পল্লবী এলাকায় আকরাম খান রাব্বী হত্যার ঘটনায় গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকালে পল্লবী থানার মিরপুর-১০ নম্বর এলাকায় আবু তালেব স্কুলের সামনে আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যা মামলাটি রুজু হয়।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাব্বী হত্যায় জড়িত ফুয়াদকে গ্রেফতার করা হয় বলে জানান ডিসি তালেবুর রহমান।
বিডি প্রতিদিন/একেএ