৮ অক্টোবর, ২০২৪ ১৫:৪৮

কুমিল্লা নগরীতে দিন দুপুরে বর্জ্য পরিবহন, ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে দিন দুপুরে বর্জ্য পরিবহন, ভোগান্তি

কুমিল্লা নগরীতে দিন দুপুরে বর্জ্য পরিবহন, ভোগান্তি

কুমিল্লা নগরীতে দুপুর বেলায় বর্জ্য পরিবহন করা হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন নগরবাসী। ভোগান্তি লাঘবে বর্জ্য রাতে পরিবহনের দাবি জানিয়েছেন নগরবাসী।

সরেজমিন গিয়ে দেখা যায়, লাকসাম রোড। দুপুর সাড়ে ১২টা। ওই সড়কে প্রচণ্ড যানজট। দুঃসহ যানজটে আটকে আছে সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী গাড়ি। বর্জ্যের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। পাশে অটো রিকশা ও সিএনজি অটোরিকশায় শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীরা নাকে হাত দিয়ে বসে আছেন। 
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম বলেন, দিন দুপুরে বর্জ্য বহন করায় মানুষ ভোগান্তিতে পড়ছেন। এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সদস্য আনিসুর রহমান আখন্দ বলেন, সিটি করপোরেশনের দায়িত্বশীলদের আরও তৎপরতা বাড়ানো প্রয়োজন। নগরবাসীর সুবিধার্থে তিনটি কাজ জরুরি হয়ে পড়েছে। একটি হচ্ছে- রাতে বর্জ্য অপসারণ, দ্বিতীয়টি হলো- ভাঙ্গা সড়ক মেরামত এবং তৃতীয় জরুরি কাজটি হচ্ছে- অটোরিকশা নিয়ন্ত্রণের মাধ্যমে যানজট নিরসন করা।

কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর বলেন, আমাদের কিছু জনবল সংকট রয়েছে। এছাড়া কিছু সদস্য অসুস্থ। তাই সময় মতো কাজ শেষ হচ্ছে না। আশা করছি কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর