জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে বরিশাল নগরীতে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ঠিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২৪ অক্টোবর থেকে বরিশাল নগরীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। প্রথম পর্যায়ে মোট ১৮ দিন এই টিকাদান কর্মসূচি চলবে। তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রম চলবে। পরের ৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে।
নগরীতে বসবাসরত পঞ্চম থেকে নবম শ্রেণি পড়ুয়া ছাত্রী এবং স্কুলে পড়ে না-এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এ কার্যক্রমে সিটি করপোরেশনের শতাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।ডা. শুভ্র বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে টিকাদান কর্মসূচিতে (ইপিআই) এইচপিভি টিকা সংযোজন করার সরকারি সিদ্ধান্তের আলোকে এরই মধ্যে ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভায় ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন হয়েছে। যার ধারবাহিকতায় এখন বরিশাল নগরীতে হবে।
তিনি জানান, এই টিকাটি মেয়ে শিশুদের জন্য খুবই দরকারি। এই রোগে আক্রান্ত হলে নারীদের জরায়ু কেটে ফেলতে হয়। তাই আমি আশা করব, সব মেয়ে শিশু এই টিকা নেবে।
বিডি প্রতিদিন/এমআই