পূর্বের নামে ফিরেছে বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারী ইলিশ মাছ কেনাবেচার বাজার। বুধবার (০৯ অক্টোবর) বিকেলে শহীদ জিয়া মৎস্য অবতরন কেন্দ্র নামের সাইনবোর্ড টানানো হয়েছে এই মোকামে।
এ বিষয়ে ওই বাজারের মাছের আড়তদার জহির সিকদার বলেন, ১৯৯৫ সালের শহীদ জিয়া পাইকারী মৎস্য কেন্দ্র নামে জমি কেনা হয়। এ নামের পড়চাও রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শওকত হোসেন হিরন বাজারের নাম পরিবর্তন করে রসুলপুর মার্কেট নাম দেয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি মেয়র হয়ে আবারও বাজারের নাম পরিবর্তন করেন। তার ঘনিষ্টজন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বাজারের নাম দেন বরিশাল জেলা মৎস্য অবতরন কেন্দ্র।
জহির সিকদার বলেন, বাজারে সকল আড়তদার নিয়ে একটি সংগঠন রয়েছে। বরিশাল সদর মৎস্য আড়তদার এসোসিয়েশন নামে ওই সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কাগজপত্র অনুযায়ী শহীদ জিয়া পাইকারী মৎস্য কেন্দ্রের সাইনবোড টানানো হয়েছে।এ বিষয়ে আড়তদাররা জানিয়েছেন, যে দল ক্ষমতায় আসে। সেই দল বাজারের নাম পরিবর্তন করে। ধারাবাহিকতায় নাম পরিবর্তন হয়েছে। এ নিয়ে আড়তদার কিংবা ক্রেতা-বিক্রেতাদের কোন মাথা ব্যথা নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ