বরিশাল নগরীতে তারেক জিয়ার রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ। নগরীর সিটি কর্পোরেশনের সামনে থেকে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই। নির্বাচনী ব্যবস্থার সুস্পষ্ট ও নির্দিষ্ট কোনো ধারণা জনগণের কাছে পৌঁছাতে না পারলে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে দেশের মানুষের কাছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ হবেন তারা।
এ সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান ও জাহিদুর রহমান রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল