রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী মো. দেওয়ান সমিরের (৫৮) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে এম. এ আজহারুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গত ১২ এপ্রিল তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আক্তার মোর্শেদ।
রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/বাজিত