৯ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩৭

পথচলা শুরু শিশু-কিশোরদের সংগঠন 'রোদের ইশকুল'র

অনলাইন ডেস্ক

পথচলা শুরু শিশু-কিশোরদের সংগঠন 'রোদের ইশকুল'র

'অপূর্ব সব আলোর কনা রাঙিয়ে দেবে ভোর' স্লোগানে পথচলা শুরু শিশু কিশোর সংগঠন রোদের ইশকুলের। আবৃত্তি কর্মী ও প্রশিক্ষক মাহফুজ হৃদয়ের তত্ত্বাবধানে গত শুক্রবার বিকেলে আনন্দঘন পরিবেশে এর উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

রাজধানীর শাহবাগের পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে রোদের ইশকুলের উপদেষ্টা আসাদুজ্জামান প্রদীপ, আবৃত্তি প্রশিক্ষক আশরাফ-উল-আলম, আশরাফুল হাসান বাবু এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেয় ৪০ শিশু-কিশোর, তাদের অভিভাবক ও রোদের ইশকুলের সুহৃদগণ। শিশুদের আবৃত্তি সম্মিলন ও ক্যানভাসে ছবি আঁকার মাধ্যমে 'আবৃত্তি গল্পবলা', 'ছবি আঁকা' বিভাগের উদ্বোধন করা হয় এ অনুষ্ঠানে।

শিশু-কিশোরদের চরিত্র গঠনে তাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মানুষের সাথে যোগাযোগ দক্ষতা তৈরির লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে 'রোদের ইশকুল'।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর