৬ অক্টোবর, ২০২১ ১৫:১৩

ডিএসসিসির বর্জ্য অপসারণ কেন্দ্র উদ্বোধন করলেন মেয়র তাপস

অনলাইন ডেস্ক

ডিএসসিসির বর্জ্য অপসারণ কেন্দ্র উদ্বোধন করলেন মেয়র তাপস

শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম (এসটিএস) চালু করা হয়েছে। এ পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের এসটিএসের কাজ শুরু করেছে ডিএসসিসি।

বুধবার সকালে রাজধানীর বাসাবোতে এই দুটি ওয়ার্ডের এসটিএস উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ সময় ডিএসসিসি মেয়র তাপস বলেন, নগরীর রাস্তাঘাটে যেন বর্জ্য না থাকে সেজন্য এই ব্যবস্থাপনা। এর মাধ্যমে মানুষের বাসা থেকে ময়লা সংগ্রহ করে এসটিএসে রাখা হবে। তারপর মাতুয়াইলে বর্জ্য নিষ্কাশন করা হবে। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররা। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর