১৫ ডিসেম্বর, ২০২১ ১২:৩৩

কেন্দ্রীয় নেতাদের হয়তো ভুল বোঝানো হয়েছে, তাই সরিয়ে দিয়েছে : সাক্কু

অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় নেতাদের হয়তো ভুল বোঝানো হয়েছে, তাই সরিয়ে দিয়েছে : সাক্কু

মনিরুল হক সাক্কু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

বাদ পড়ার বিষয়ে মনিরুল হক সাক্কু বলেছেন, দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছে চিঠিতে। দলে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদেরকে হয়তো আমার বিষয়ে ভুল বোঝানো হয়েছে, তাই তারা আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‌‘নানা কারণে আমি হয়ত বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে না পারলেও আমার অনুসারীরা কর্মসূচি পালন করে। আমি এই দলের রাজনীতির সঙ্গেই থাকব। তবে অব্যাহতির চিঠির সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে। মেয়র হওয়ায় সবার সঙ্গে মিলেমিশে কথা বলে আমাকে চলতে হচ্ছে।’ 

উল্লেখ্য, মনিরুল হক সাক্কু টানা দ্বিতীয় বারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে রয়েছেন। তিনি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর