১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪২

পঙ্গু হাসপাতালে ঢাবি শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ

অনলাইন ডেস্ক

পঙ্গু হাসপাতালে ঢাবি শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ

রাজধানীর জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত সদস্যরা তাদের পিটিয়েছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে মামলা করবেন বলে জানিয়েছেন তারা। 

তবে অভিযুক্তরা দাবি করেছেন, ‘হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা নিয়ে তাদের ওপর হঠাৎ বেশ কয়েকজন শিক্ষার্থী হামলা করেন। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।’

শিক্ষার্থীরা জানান, বাবার চিকিৎসা সেবা নিশ্চিতে আনসার সদস্যদের টাকা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল। তারপরও সেবা না পাওয়ায়, বুধবার রাতে বেশ কয়েকজন সহপাঠীকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। এতে তাদের হাসপাতালের ভেতরে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

মারধরের অভিযোগ উঠার পর শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসি টিভির ফুটেজ ও অন্যান্য আলামত দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। 

তেজগাঁও জোনের এসি মাহমুদ খান জানান, ‘তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর