১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৪৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিনের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিনের শ্রদ্ধা

বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিন (বিএএসএম) এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় নেতৃবৃন্দ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ,  মহাসচিব ডা. মো. আলী ইমরান, সহ-সভাপতি অধ্যাপক ডা. একেএম সালেক, অধ্যাপক ডা. খুরশিদুল আলমসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর