২২ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:০১

মানবতার সেবায় স্টেপ অ্যাহেডের রক্তদান কর্মসূচি

অনলাইন ডেস্ক

মানবতার সেবায় স্টেপ অ্যাহেডের রক্তদান কর্মসূচি

শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ এবার রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। স্টেপ অ্যাহেড বাংলাদেশ গতকাল সোমবার রাজধানীর উত্তরায় এ কার্যক্রম পরিচালনা করে। এতে সহযোগিতা দিয়েছে আরেক স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। 

স্টেপ অ্যাহেড বাংলাদেশ এর সদস্যরা রক্তদানের উপকারিতা, রক্তদানের মাধ্যমে মানবতার সেবা ইত্যাদি সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করাসহ অন্যান্য দায়িত্ব নিজেরাই পালন করেছে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

রক্তদান কর্মসূচি শেষে স্টেপ অ্যাহেড বাংলাদেশ এর শিশু-কিশোররা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে।


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর