২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৫৯

ময়মনসিংহে ৭ টন লৌহ সামগ্রীসহ পাঁচ ডাকাত আটক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ৭ টন লৌহ সামগ্রীসহ পাঁচ ডাকাত আটক

সাত মেট্রিক টন লৌহ সামগ্রীসহ ময়মনসিহে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আটককৃতরা হলেন, শেরপুর শ্রীবর্দী উপজেলার ঝগড়ারচরের হানিফ মিয়া, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার সাদ্দাম হোসেন, নেত্রকোনা কলমাকান্দা উপজেলার মাসুদ মিয়া, চাঁদপুর সদরের নূর ইসলাম গাজী ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মোখলেস।

পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ তারিখ রাতে দুটি পিকআপে করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি লোহার ফ্যাক্টরিতে ডাকাতি করে তারা। এ সময় নৈশ্য প্রহরিকে বেঁধে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সাইজের সাত মেট্রিকটন লৌহ সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। 

পরে শুক্রবার বিকেলে টঙ্গী স্টেশন রোড থেকে তাদেরকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের পুবাইল মাজুখান এলাকা থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। ইতোমধ্যে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর