২৩ মার্চ, ২০২২ ১০:২৩

বিজ্ঞান জাদুঘরে ভাসল ‘সেই টাইটানিক’

অনলাইন ডেস্ক

বিজ্ঞান জাদুঘরে ভাসল ‘সেই টাইটানিক’

সংগৃহীত ছবি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দক্ষিণ-পূর্ব কোণে সামুদ্রিক আবহ তৈরি করে ভাসানো হয়েছে বিলাসবহুল প্রমোদতরি টাইটানিক জাহাজের অনিন্দ্য সুন্দর এক মডেল।

মঙ্গলবার রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এই মডেল প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু উৎসবে প্রদর্শনীর জন্য টাইটানিকের মডেল উদ্বোধন করা হয়।

১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যের সুপারস্ট্রাকচারের এ জাহাজটি বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী বস্তু হিসেবে সংযোজিত হয়ে জাদুঘরের ইতিহাসে নতুন মাইলফলক রচনা করেছে। 

কৃত্রিম এক জলাধারে প্রপেলারের ঘূর্ণনে এবং জাহাজের ভেঁপুর শব্দে জাদুঘর প্রাঙ্গণ পরিণত হয়েছে একখণ্ড সমুদ্রে। ১৯১২ সালে আটলান্টিকে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী টাইটানিক জাহাজটির অনুকরণে এ মডেলটি স্থাপন করা হয়। এ জাহাজের কেবিন ও ডেক এমনভাবে সজ্জিত করা হয়েছে, যেন এটি বাস্তবে এক যাত্রীবাহী জাহাজ। 

টাইটানিকের আদলে জাহাজটি নির্মাণ প্রসঙ্গে জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শুধু বিনোদন নয়, জাহাজের নির্মাণশৈলী, নির্মাণগত ত্রুটি, জাহাজডুবির কারণ ইত্যাদি বিষয়ে তরুণ প্রজন্মকে বৈজ্ঞানিক ধারণা দিতে জাহাজটি তৈরি করা হয়েছে।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর