১ এপ্রিল, ২০২২ ১৫:৫৫

দেশে কমেছে ডেঙ্গু, নেই নতুন আক্রান্ত

অনলাইন ডেস্ক

দেশে কমেছে ডেঙ্গু, নেই নতুন আক্রান্ত

প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তারা আগের আক্রান্ত রোগী।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট তিনজন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে তিনজন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৬৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর