১৯ এপ্রিল, ২০২২ ১৫:৩৯

রাজশাহীর হোটেলে নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর হোটেলে নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

রাজশাহীতে আবাসিক হোটেলে নারী মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশের মতে এটি একটি হত্যাকাণ্ড এবং এর সাথে জড়িত একমাত্র আসামিকে নাটোর থেকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ১৭ এপ্রিল সকাল ১০টায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে নাটোর জেলার ভিকটিম জয়নব বেগম (৪০) এবং আসামি মিঠুন আলী (২৮) লক্ষ্মীপুর মোড়ের একটি হোটেলের কক্ষ ভাড়া নেন। একই সাথে নাটোর এলাকার একটি ইটের ভাটায় কাজ করার সুবাদে তাদের দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩ মাসের এ সম্পর্কে সপ্তাহ কয়েক ধরে জয়নব বেগম মিঠুন আলীকে বিয়ের জন্য চাপ দিলে পরিকল্পনা মতো এই হোটেল কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করলে ১৮ এপ্রিল রাতে নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে, জয়নব বেগমকে হত্যার কথা স্বীকার করেছে সে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর