১৯ এপ্রিল, ২০২২ ১৯:০৫

‘দুঃশাসনের যাতাকলে রাজনীতির ব্যাকরণ-রসায়ন কাজ করছে না’

অনলাইন ডেস্ক

‘দুঃশাসনের যাতাকলে রাজনীতির ব্যাকরণ-রসায়ন কাজ করছে না’

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের যাতাকলে রাজনীতির ব্যাকরণ-রসায়ন কাজ করছে না। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে সরকার চরম ফ্যাসিবাদের সৃষ্টি করেছে। যার ফলে গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার জামালপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে এমরান সালেহ প্রিন্স। 

এ সময় তিনি আরও বলেন, বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক, সাংঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। নানামুখী বাধার কারণে রাজনীতি ও গণতন্ত্রের পথ সঙ্কুচিত হয়ে গেছে।

তিনি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতি বাংলাদেশে সকলের জন্য রাজনীতির ন্যূনতম সুযোগ সৃষ্টির দিকে নজর রাখার আহ্বান জানান। 

তিনি বলেন, যোগ্য, দক্ষ নেতৃত্ব ও কর্মী তৈরি করতে প্রশিক্ষণের বিকল্প নাই। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিক্ষিত কর্মী দলের প্রাণ, তিনি দলের নেতাকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনতে দলে প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিলেন। এখনও আমরা সীমিত সুযোগের মধ্যেও এই কর্মসূচি পালন করছি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর