২৮ এপ্রিল, ২০২২ ২০:২৬

প্রধান শিক্ষা প্রকৌশলী হলেন শাহ্ নইমুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রধান শিক্ষা প্রকৌশলী হলেন শাহ্ নইমুল কাদের

শাহ্ নইমুল কাদের। ফাইল ছবি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন শাহ্ নইমুল কাদের। এর আগে তিনি অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ নইমুল কাদেরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ প্রধান প্রকৌশলী পদে রুটিন দায়িত্ব প্রদান করা হল। আগামী ১ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

জানা যায়, শাহ্ নইমুল কাদের ১৯৯০ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল) স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মানবসম্পদ) পাস করেন। ১৯৯৪ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন তিনি। এরপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর