১ জুন, ২০২২ ১৫:১৫

বরিশালের চৌমাথা এলাকায় পদচারী সেতু নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের চৌমাথা এলাকায় পদচারী সেতু নির্মাণের দাবি

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরীর ব্যস্ততম হাতেমআলী কলেজ চৌমাথা এলাকায় পদচারী সেতুর দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী বাসিন্দারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ওই মহাসড়কের পাশে চৌমাথা মারকাজ মসজিদের সামনে ‘লাভ ফর ফ্রেন্ডস’ নামে একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, সোহাগ ফরাজী ও শাহাদাত হোসেন রনিসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কটি বরিশাল নগরীর অভ্যন্তর দিয়ে গেছে। নগরীর গড়িয়ারপাড় থেকে রূপাতলী পর্যন্ত ১১ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে জনগণ নির্বিঘ্নে রাস্তা পারাপার হতে পারে না। বিকল্প কোনো সড়ক না থাকায় ভারি ভারি যানবাহনগুলো নগরীর অভ্যন্তরের এই সড়ক দিয়ে চলাচল করে। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয় তাদের। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রানহাণিসহ হতাহতের ঘটনা ঘটে। তারা জনগণের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে চৌমাথা এলাকায় একটি পদচারী সেতু নির্মাণের দাবি জানান। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর