১০ সেপ্টেম্বর, ২০২২ ২১:০৬

রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে মতবিনিময় সভা

নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় আর্থিক কর্মকাণ্ড বেগবান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে রংপুরে অক্টোবর মাসে শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। 

শনিবার দুপুরে চেম্বার হল রুমে এ মেলা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি।

রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প কর্পোরেশন (বিসিক), আরএফএল, কনসার্ন লিমিটেড, বেনারসী পঠিমঠ, শতরঞ্জিসহ ও উদ্যোক্তগণের উৎপাদিত পণ্য সামগ্রী, আন্তর্জাতিক মান সম্পন্ন পণ্য সর্বসাধারণের সম্মুখে উপস্থাপিত হবে এবং শিশুদের জন্য বিভিন্ন আধুনিক রাইডের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। 

মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন।

উল্লেখ্য, গত কয়েক বছর করোনাভাইরাস মহামারির জন্য এই মেলা আয়োজন স্থগিত ছিল সারাদেশে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর