৯ নভেম্বর, ২০২২ ১৬:০০

‌‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে’

অনলাইন ডেস্ক

‌‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে’

বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে বিজ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে কৃত্রিম ডায়নোসর বেষ্টিত সবুজ চত্বরে আয়োজিত শিক্ষাসফর ও তাৎক্ষণিক মতবিনিময়ে তিনি শিশু শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল জীবন গঠনে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্বারোপ করতে পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় শিক্ষক নেতা প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক বলেন, আজকে যারা ছোট, তোমরাই একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর হবে। সেজন্য তোমাদেরকে অবশ্যই বিজ্ঞানমনস্ক হতে হবে। আজকে জাদুঘরে তোমরা যা দেখেছো, সেগুলোর মত বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের মাধ্যমে একদিন পৃথিবীকে বদলে দেবে, এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আল-হেরা ইন্টা. স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল অদুদসহ অন্যারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর