৯ নভেম্বর, ২০২২ ১৭:৩৯

রাজশাহীতে গণপ্রকৌশল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে গণপ্রকৌশল দিবস পালিত

‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর উদ্যোগে ৫২তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। 

বুধবার সকালে নগরীর হড়গ্রাম টুলটুলি পাড়ায় অবস্থিত আইডিইবি ভবনের সামনে দিবসের উদ্বোধন করেন আইডিইবি সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ। 

এরপর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে আইডিইবি ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আইডিইবি রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন শাহীদ সোহরাওয়ার্দী, রাসিক কাউন্সিলর নজরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্টাডি ও রিসোর্চ সেলের কো-চেয়ারম্যান সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর