১৬ নভেম্বর, ২০২২ ১৪:০১

নারীর ডিজিটাল মামলায় পুলিশের উপ পরিদর্শক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারীর ডিজিটাল মামলায় পুলিশের উপ পরিদর্শক কারাগারে

বরিশালে এক নারীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কোতয়ালী মডেল থানার সাময়িক বরখাস্তকৃত উপপরিদর্শক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে নগরীর বাকলার মোড় থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল। 

এর আগে ওই রাতে উপ পরিদর্শক মেহেদী হাসানকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন বরিশালে বেড়াতে এসে হেনেস্তার শিকার এক নারী।

মামলা সূত্রে জানা যায়, বরিশালে বেড়াতে আসা এক নারীর একটি অশ্লীল ছবি পুঁজি করে সাময়িক বরখাস্তকৃত উপ পরিদর্শক মেহেদী হাসান তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্মানহানির ভয় দেখিয়ে তার কাছ থেকে উৎকোচ আদায় করে সে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর কয়েক মাস আগে উৎকোচ আদায়ের অভিযোগে উপ পরিদর্শক মেহেদী হাসানতে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক আরাফাত হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মেহেদী হাসানকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত ২ মাস আগে এক নারী ধর্ষণ মামলায় ইস্টিমার ঘাট ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক আবুল বাসারকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন হাজত বাসের পর সম্প্রতি জামিনে মুক্তিপায় সে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর