১৫ এপ্রিল, ২০২৩ ০১:৪৯

অটোরিকশার জন্য চালককে হত্যা

অনলাইন ডেস্ক

অটোরিকশার জন্য চালককে হত্যা

প্রতীকী ছবি

রাজধানীর মুগদা মান্ডা গ্রিন মডেল টাউন থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালকের নাম শেখ ফরিদ (২০)। তিনি থাকতেন মান্ডা এলাকাতে।

শুক্রবার (১৪ এপ্রিল) মান্ডা গ্রিন মডেল টাউন ই-ব্লকের একটি খালি প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় গামছা পেঁচানো ছিল। মরদেহটির শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা না গেলেও পরে পোশাক দেখে স্বজনরা শেখ ফরিদের পরিচয় নিশ্চিত করেছে। 

তিনি আরও জানান, গত ১২ এপ্রিল সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন ফরিদ। এরপর থেকে তার আর কোনো খবর পাচ্ছিলেন না পরিবারের লোকজন। যাত্রীবেশে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর