১৫ এপ্রিল, ২০২৩ ১৭:৫৭

রাজশাহীতে কিরাত প্রতিযোগিতায় ৯ জন বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে কিরাত প্রতিযোগিতায় ৯ জন বিজয়ী

রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো কিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

শনিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী ৯ জনের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক। 

চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ক গ্রুপে নীরব হোসেন, হাসিবুল ইসলাম হাসিব, আবদুল্লাহ আলামিন, মোস্তাসির বিল্লাহ শিফাত ও মুবাশ্বির রহমান। খ গ্রুপে বিজয়ীরা হলেন সাইফুল ইসলাম, নাফিউল ইসলাম, ছুমাইয়া খাতুন ও আবদুল্লাহ আল নোমান। 

প্রতিযোগিতায় দুটি গ্রুপ থেকে প্রায় ৩০০ অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ‘ক’ গ্রুপে অংশ গ্রহণ করে ০৬-১৩ বছর বয়সের শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে ১৩-১৬ বছর বয়সের শিক্ষার্থীরা। 

কিরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন সোনাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজ জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, বাগমারা থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী ইউনুস আলী।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর