১৮ এপ্রিল, ২০২৩ ১৮:০৯

৩ দিনেও সুরাহা হয়নি, বনশ্রীর দুই হাজার পরিবার পানিবিহীন

নিজস্ব প্রতিবেদক

৩ দিনেও সুরাহা হয়নি, বনশ্রীর দুই হাজার পরিবার পানিবিহীন

ফাইল ছবি

রাজধানী ঢাকার ২০০০ পরিবার পানিবিহীন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। ওয়াসার সাপ্লাই উইংসে বারবার যোগাযোগ করেও কোন সুরাহা মেলেনি। আর তাতে স্থানীয়রা ফুঁসে উঠেছে।  

জানা যায়, বনশ্রী ডি ব্লকের রেডিয়েন্ট কৃষ্ণচূড়া (হাউজ-১,২‌ রোড-৮) থেকে আশেপাশের এলাকার গত তিনদিন ধরে পানি সরবরাহ নেই। এই এলাকায় রয়েছে প্রায় দু'হাজার পরিবার। গত তিনদিন ধরে খাওয়া দাওয়া এবং গোসলের পানি মিলছে না স্থানীয়দের। 

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের কাছে বারবার অভিযোগ করেও কেউ সাড়া দিচ্ছে না। ওয়াসার সাপ্লাই উইংসের এ্যাডিশনাল সেক্রেটারি কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেও সুরাহা পায়নি। পরবর্তীতে বিষয়টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকে অবহিত করলেও মঙ্গলবার পর্যন্ত সংকট কাটেনি। এখানকার বাসিন্দা সাংবাদিক কলামিস্ট মীর আব্দুল আলীম বলেন, ওয়াসার দুর্নীতি অবহেলাসহ নানা সমস্যার কথা জানি, তবে গত তিন দিন ধরে যে অমানবিক আচরণ ওয়াসা স্থানীয়দের সাথে করেছে সেটা অত্যন্ত দুঃখজনক।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর