১৯ মে, ২০২৩ ১৮:১৫

আসামিদের ছবি ফেসবুকে, বিএমপির গোয়েন্দা কনস্টেবল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আসামিদের ছবি ফেসবুকে, বিএমপির গোয়েন্দা কনস্টেবল প্রত্যাহার

বরিশাল নগরীর কাউনিয়া থানা হাজতে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল মো. মাসুমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার তাকে প্রত্যাহার করা হয়। 

বিএমপির সহকারী কমিশনার (কাউনিয়া) মো. তোতা মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই ঘটনায় গ্রেফতারকৃত আসামি মহানগর ছাত্রলীগের তৎকালীন আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সাথে সেলফি তোলায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলামকে থানা থেকে লাইনে প্রত্যাহার করা হয়।

একটি হামলা মামলায় গত ১৪ মে রাতে মান্নাসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের থানায় নেয়ার পথে আসামি মান্নার সাথে সেলফি তোলেন উপ-পরিদর্শক সাইদুল। ওই রাতে থানা হাজতে থাকা আসামিদের ছবি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি তদন্তে একটি কমিটি করে বিএমপি। কমিটির তদন্তে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যাহার করা হয় কনস্টেবল মাসুমকে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর