১৮ জুন, ২০২৩ ১৩:১৭

হাতিরপুলে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

হাতিরপুলে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরপুলে একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাশেম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন দোকানের কর্মচারী আলতাফ হোসেন (৫০)।

মৃত হাশেম হাওলাদার পটুয়াখালির বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে। বর্তমানে হাতিরপুলে ‘রিপন এন্টার প্রাইজ’ নামে বালু-সিমেন্টের দোকানের ম্যানোজারের দায়িত্বে ছিলেন।  

আহত আলতাফ হোসেন জানান, বৃষ্টি এলে টিনসেড দোকানটির চাল দিয়ে পানি পড়ে। সেজন্য সকালে সিমেন্ট-বালু গুলিয়ে হাশেম নিজেই টিনের চালের ওপর উঠেন টিনের ছিদ্র বন্ধ করতে। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেলেও তিনি নিচে নেমে না আসায় আলতাফ হোসেনও চালের ওপর উঠার চেষ্টা করেন। তখন তিনিও বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে পড়ে যান। পরবর্তিতে আশপাশের দোকানদাররা মিলে হাশেমকে চালের ওপর থেকে নিচে নামান। এরপর তাকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর