২৮ জুন, ২০২৩ ১২:৩৯

ঢামেক বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

ঢামেক বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। 

বুধবার (২৮ জুন) সকাল ১০টার দিকে পঞ্চম তলায় এক চিকিৎসকের রুমে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইন্সপেক্টর মো. ইউনুস জানান, একজন চিকিৎসকের বন্ধ রুমে এসির শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুন তেমন ছড়িয়ে না পড়লেও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসকের রুম বন্ধ ছিল। তিনি ছুটিতে ছিলেন। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আগুন নির্বাপণের চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস চলে আসে। এ সময় পাঁচ তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর