২০ আগস্ট, ২০২৩ ১৫:০৯

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না যেসব যানবাহন

অনলাইন ডেস্ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না যেসব যানবাহন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ খুলছে আগামী ২ সেপ্টেম্বর। এতে সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার কোনো যানবাহন চলতে পারবে না। একইসঙ্গে মোটরসাইকেলও আপাতত বন্ধ থাকবে।

রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। মন্ত্রী বলেন, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের  উদ্বোধন করা হবে। 

তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। 

মন্ত্রী বলেন, এই সাড়ে ১১ কিলোমিটারের জন্য টোল ধরা হয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মিনি ট্রাক ৮০ টাকা, বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ এবং বড় ট্রাক ৪০০ টাকা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর