১৬ অক্টোবর, ২০২৩ ১৬:৪৯

পাওনাদারের ভয়ে খুনের নাটক!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পাওনাদারের ভয়ে খুনের নাটক!

রাজশাহীতে পাওনাদারদের ভয়ে নিজেই নিজের খুনের নাটক করা কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ অক্টোবর সকালে মোহনপুর থানায় সংবাদ আসে এই থানাধীন পাকুড়িয়া বাজারের এক প্রতিষ্ঠান থেকে কামরুল ইসলাম (২১) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। তার বিছানা রক্তাক্ত। তখন ওসি দ্রুত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর মধ্যে এলাকায় ব্যাপকভাবে প্রচারিত হয়, কামরুলকে কে বা কারা খুন করে লাশ গুম করেছে। এলাকার অত্যুৎসাহী লোকজন আশেপাশের পুকুরে নেমে মরদেহ খোঁজতে থাকে। পরিবারের আহাজারিতে পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। তবে ঘটনার গভীর পর্যবেক্ষণে পুলিশ ও গোয়েন্দা বিভাগ কাজ শুরু করেন। 

তদন্তে নেমে পুলিশ জানতে পায়, সান্তাহারের এক ব্যবসায়ী কামরুলের কাছে ১৫ লাখ টাকা পায়। ঘটনার দিন সকালে তার এক ট্রাক সরিষা পাঠানোর কথা। ঘটনার সংশ্লিষ্ট আরেক ভ্যানচালক থানায় ডাকা হলে তিনি জানান, কামরুল তাকে ভোরে নহাটা যাওয়ার জন্য আসতে বলেছিল। কিন্তু ঘুম না ভাঙায় সে আসতে পারেনি। তখন বুঝা গেল, কামরুল জীবিত। তারপর অনুসন্ধান করে তাকে ঢাকায় সনাক্ত করা হলো। সোমবার তাকে উদ্ধার করে রাজশাহী আনা হয়। 

সনাতন চক্রবর্তী জানান, পাওনাদারের ভয়ে কামরুল এই ঘটনা ঘটিয়েছে। ক্লিনিক থেকে বন্ধুকে দেয়ার কথা বলে তিনি এক ব্যাগ নিজের রক্ত সংগ্রহ করে নিয়ে আসে, এরপর সেটা নিজের বিছানায় ঢেলে ঐ ভ্যানচালককে ফোন দেন তিনি। ভ্যানচালক ফোন না ধরায় তিনি হেঁটেই হাইওয়েতে চলে যাান এবং সিএনজি নিয়ে রাজশাহী এসে ঢাকায় চলে যান।  

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর