৭ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৯

রাজশাহীতে মৃত ও আহত সরকারি কর্মচারীরা পেল অনুদান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মৃত ও আহত সরকারি কর্মচারীরা পেল অনুদান

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে চাকরিরত অবস্থায় মৃত্যু ও আহত ৫০ জন সরকারি কর্মচারীকে ৩ কোটি ৭৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। 

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

উল্লেখ্য, এ সময় ৪৪ জন ৮ লাখ করে, পাঁচ জন ৪ লাখ করে এবং এক জন ২ লাখ করে অনুদানের চেক পেয়েছেন।

কোনো ধরনের হয়রানি ছাড়ায় অনুদানের চেক পেয়ে আনন্দ প্রকাশ করেছেন চাকরিরত অবস্থায় মৃত ও আহত সরকারি কর্মচারীদের স্বজনহারা বা বিপদগ্রস্ত পরিবারের সদস্যরা।

এ সময় তারা জানান, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার পরিবারের সদস্যরা আর্থিক অনুদান পান ৮ লাখ টাকা। আর গুরুতর আহত হয়ে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে তার পরিবারের সদস্যরা পান ৪ লাখ টাকা। আগে এই অনুদানের চেকের জন্য সংশ্লিষ্ট দফতরে ঘুরতে হতো বিপদগ্রস্ত পরিবারকে। অনেক সময়ই মিলতো না কাঙ্খিত চেক। বর্তমান সময়ে স্বজনহারা বা বিপদগ্রস্ত পরিবারের সদস্যদের অনুদানের টাকার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে না। দিতে হচ্ছে না কোন ধরনের ঘুষ বা কমিশন। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে মিলছে কাঙ্খিত অনুদানের চেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানিয়া বিনতে আফজল।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর