রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

১২ দলের হরতালের নেপথ্যে জামায়াত!

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করাসহ বিভিন্ন দাবিতে সিপিবি ও বাসদ-এর ১৮ ডিসেম্বরের হরতাল কর্মসূচির বিরুদ্ধে ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে মাঠে নেমেছে জামায়াত। ১২ দলের নীতিনির্ধারকরা সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। ১৮ ডিসেম্বরের সিপিবি ও বাসদের হরতাল কর্মসূচি প্রত্যাহার না করলে ২০ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে সমমনা ১২ দল। জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, আমাদের দাবি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। দ্রুত যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করা। সাম্প্রদায়িক রাজনৈতিক দল নিষিদ্ধ করা। আমরা ধর্মের বিরুদ্ধে নই। ইসলামী ও সমমনা ১২ দলের সদস্য সচিব ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান জানান, সিপিবি ও বাসদের মাধ্যমে সরকারই এ কর্মসূচি দিয়েছে। তারা কর্মসূচি প্রত্যাহার করলে আমাদের কর্মসূচি পালনের প্রশ্নই আসে না। ১২ দলের কর্মসূচির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। জানা যায়, ১২ দল পরিচালনা করছে জামায়াতপন্থি সংগঠন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। বাকিরা প্যাড সর্বস্ব। জামায়াত-ছাত্রশিবিরের সাংগঠনিক শক্তিতেই জোটের কার্যক্রম। জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ এনে ইতোমধ্যে খেলাফত মজলিস ১২ দল থেকে নীতিগতভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১২ দলের অন্যতম শরিক খেলাফত মজলিসের প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিন জানান, ১২ দল জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে। জামায়াতের স্বার্থ রক্ষায় কাজ করছে ১২ দল। যে উদ্দেশ্য নিয়ে ১২ দলের প্রতিষ্ঠা হয়েছিল, তা থেকে তারা সরে গেছে। ১২ দল পরিচালনা করছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। আর এ সংগঠনটি জামায়াতের সবারই জানা। শীঘ্রই ১২ দলের সঙ্গে সম্পর্কের ইতি টানা হবে।

সর্বশেষ খবর