রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

ট্রাকশ্রমিকদের অবরোধে ১৮ ঘণ্টা বিচ্ছিন্ন সিলেট

ট্রাক শ্রমিকদের অবরোধের কারণে প্রায় ১৮ ঘণ্টা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ধর্মঘট শুরুর ১৮ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে গতকাল বেলা ২টায় অবরোধ তুলে নিয়েছে ট্রাক শ্রমিকরা। এতে ঢাকাসহ সারা দেশের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ ফের চালু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত ৯টার আগে নগরীতে ট্রাক ঢোকার প্রতিবাদে গত শুক্রবার রাত ৮টার দিকে পাঠানটুলা, মদিনা মার্কেট ও সুবিদবাজারে ৩০টি ট্রাক ভাঙচুর করে স্থানীয়রা। এর প্রতিবাদে শুক্রবার রাত ৮টা থেকে ট্রাক শ্রমিকরা নগরীর প্রবেশদ্বার হুমায়ুন রশীদ স্কয়ারে সড়ক অবরোধ করে। গতকাল জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর বেলা ২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।

সর্বশেষ খবর