রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

ফৌজদারি বিচারে পরিবর্তন আসছে

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বিচারের দীর্ঘসূত্রতা অবিচার হিসেবে দেখা দেয়। যে কারণে বিচারে বিলম্ব ঘটছে। তা দূর করার জন্য ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী আনা হচ্ছে। রাজধানীর একটি হোটেলে ফৌজদারি কার্যবিধি সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল এসব কথা বলেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিং টেমসিস, আইন সচিব এএসএসএম জহিরুল হক ও মোহাম্মদ শহিদুল হক, ভারপ্রাপ্ত আইজিপি এ কে এম শহীদুল হক। মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের অধিকাংশ মামলা মিথ্যা। তাই এতে মীমাংসার বিধান রেখে সংশোধনী আনা হচ্ছে। এ ছাড়া মামলা তদন্তে পৃথক স্থায়ী সেল করতে হবে। পৃথক তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। আইনমন্ত্রী বলেন, সামান্য বিষয়ে মামলা নথিভুক্ত না করে, উভয়পক্ষকে নিয়ে থানায়ই মামলা মীমাংসা করা যায়।  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।
‘মিথ্যা মামলা করলে শাস্তির বিধান থাকা উচিত’
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আমাদের দেশে মিথ্যা মামলাও আদালতে যায়। এ জন্য যারা মিথ্যা মামলা করেন তাদেরও শাস্তির বিধান রাখতে হবে। এতে মামলা কমে যাবে। তিনি আরও বলেন, ন্যায়বিচারের স্বার্থে মিডিয়া ট্রায়াল বন্ধ করতে হবে। বিচারাধীন মামলার বিষয়ে কতটুকু প্রচার করা যাবে, তা নিয়ে একটা গাইডলাইন করে দেওয়া যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর